রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের হোতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শনিবার (৫ মার্চ) রাতে জানান, অভিনব কৌশলে জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের দুই শতাধিক এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
মন্তব্য