রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) দুপুরে পুরান ঢাকার পোস্তগোলা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সজীব (২০)।
তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যান তার বন্ধু জহির। তিনি জানান, সজীব পিকআপ ভ্যানচালক। পোস্তগোলা রাজাবাড়ী এলাকায় থাকে। তার বাবার নাম বাবুল মিয়া। আজ কয়েক বন্ধু মিলে তারা হাসনাবাদ এলাকায় ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিল। সজীবের জন্য ব্রিজের ওপর অপেক্ষা করছিল তারা। বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে আসার সময় ব্রিজেই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সজিবকে চাপা দেয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন। থানা পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য