ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত
প্রতীকী ছবি

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা মহানগর পুলিশের বংশাল থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে নজরুল ইসলাম নামের এক কনস্টেবলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, পেটে ছুরিকাঘাত করায় কনস্টেবল নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই রবি হাসানসহ বাকিদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ গুলিস্তান এলাকা থেকে ইমন ও জুয়েল নামের ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তুলে বংশাল থানায় নিয়ে আসার পর এ ঘটনা ঘটে।

বংশাল থানার এসআই আলমগীর হোসেন বলেন, পুলিশ ভ্যান থেকে ছিনতাইকারীদের নামানোর পর তাদের একজন সুইস গিয়ার ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।'

পুলিশ বলছে, ইমন নামের এক ছিনতাইকারীর সুইচ গিয়ারের আঘাতে আহত হয়েছেন পুলিশ সদস্যরা। তবে দুই ছিনতাইকারীই তাদের হাতে আটক রয়েছেন।

এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে ছিনতাইয়ের সময় ইমন ও জুয়েল নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

পরে তাদের থানার আনা হয়। থানার প্রবেশ গেটে গাড়ি থামিয়ে তাদের দেহ তল্লাশির সময় হঠাৎ এলোপাতাড়ি আঘাত করতে থাকে ইমন। এতে এসআই হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল আহত হন।’ 

মন্তব্য