দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। মো. আনোয়ার হোসেন (৫৫) নামের ওই আসামি ২২ বছর ধরে পলাতক ছিলেন।
রাজধানীর খিলক্ষেত বরুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এন্টি টেররিজম ইউনিট সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আনোয়ার দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। এন্টি টেররিজম ইউনিট ও দিনাজপুর জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ২০০০ সালে তার ২য় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগম (২৫) কে খুন করে পালিয়ে যায়। এরপর দীর্ঘ ২২ বছর ধরে ঢাকায় আত্মগোপনে ছিল। ১৭ বছর আগে ২০০৫ সালে ওই মামলার রায় ঘোষণা করা হলেও এতদিন আদালতে আত্মসমর্পণ করেননি আনোয়ার।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের আগে ঢাকায় খিলক্ষেত এলাকায় নাম পরিচয় গোপন করে টিম্বার স মিলে কাজ করছিল আনোয়ার। বিভিন্ন সময় নাম পরিচয় গোপন রেখে তিনি এত বছর নানা পেশার মাধ্যমে নিজেকে আড়ালে রেখেছেন।
তিনি জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য