-->

রাজধানীতে চিকিৎসক খুন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে চিকিৎসক খুন
বুলবুল হোসেন। ছবি- সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ নিয়ে রাজধানীতে এক সপ্তাহের কম সময়ে কয়েকটি খুনের ঘটনা ঘটল। রোববার ভোরে হত্যাকাণ্ডের শিকার চিকিৎসক বুলবুলের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন জানিয়েছেন, নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন। তবে তিনি এসেছিলেন কি না, তা এখনও জানা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বুলবুলের কাছে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিল। হামলাকারী এসব কিছুই নেয়নি। বুলবুলের পায়ে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে রক্তক্ষরণে তিনি মারা গেছেন। ঘটনাটা পুলিশ খতিয়ে দেখছে। 

গতকাল শনিবার বিকেলে রাজধানীর সবুজবাগে বাসায় ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এক আওয়ামী লীগ নেতাসহ দুজন। 

মন্তব্য

Beta version