-->

ছিনতাইয়ের উদ্দেশ্যে দন্তচিকিৎসক বুলবুলকে হত্যা করা হয়েছে: ডিবি

নিজস্ব প্রতিবেদক
ছিনতাইয়ের উদ্দেশ্যে দন্তচিকিৎসক বুলবুলকে হত্যা করা হয়েছে: ডিবি
ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন

ব্যবসা-বাণিজ্য বা অন্যকোনো বিষয় নয়, ছিনতাইয়ের উদ্দেশ্যে ডেন্টিস্ট (দন্তচিকিৎসক) আহমেদ মাহী বুলবুলকে হত্যা করা হয়েছে। বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোেগে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩০ মার্চ) বিকাল ৩টার পর ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর শেওড়াপাড়ায় ডেন্টিস্ট আহমেদ মাহী বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরো পড়ুন: ডা. বুলবুল হত্যার অভিযোগে গ্রেপ্তার চার 

ডিবি প্রধান জানান, এ ঘটনার সঙ্গে পাঁচ জন ছিনতাইকারী জড়িত। চার জনকে ধরা হয়েছে, বাকি একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তাকৃতরা হলো-মো. রায়হান সোহেল ওরফে আপন, মো. রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান খান হৃদয় ও সোলায়মান।

তিনি বলেন, ছিনতাইকারীরা বুলবুলের টাকা পয়সা না নিয়ে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। পরে ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়। এ মামলার তদন্ত চলছে। ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য বা অন্যকোনো কারণে বুলবুলকে হত্যা করা হয়নি।

মন্তব্য

Beta version