-->

খিলক্ষেত ও হাতিরঝিল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
খিলক্ষেত ও হাতিরঝিল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। অন্যদিকে হাতিরঝিল লেক থেকে বজলু মিরাজ রাজ (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, শনিবার সকালে খিলক্ষেত ৩০০ফিট রাস্তার পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় শ্বাসরোধে হত্যার পর ওই তরুণীর লাশ এখানে মাটিচাপা দেওয়া হয়েছে। সকালে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরো জানান, তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিআইডির ফরেনসিক টিম তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শুক্রবার দিবাগত রাতে মহানগর প্রজেক্ট সংলগ্ন ব্রিজ থেকে হাতিরঝিল লেকে ঝাঁপিয়ে পড়ে মিরাজ রাজ নামে ওই যুবক। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, রাজ মিরপুর থাকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হওয়ায় রাতে হাতিরঝিল ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে সে। তবুও বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তার প্রেমিকাকে (২১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কারিকেল হাসান জানান, আমরা জানতে পেরেছি, রাজ ও ওই তরুণী পরস্পরকে ভালোবাসত। কিন্তু প্রেমিকার চলাফেরা পছন্দ করতো না রাজ। তাকে বার বার সংশোধন হতে অনুরোধ করে রাজ। তাতেও তরুণীটি নিজের মতো চলায় অভিমান করে রাতে হাতিরঝিল ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করে রাজ। এ ঘটনায় রাতেই আত্মহত্যার প্ররোচনার মামলায় মধ্য বাড্ডা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, রাজের বাবার নাম বি জামান চৌধুরী। তাদের বাসা মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ৪ নম্বর সড়কে।

মন্তব্য

Beta version