রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট রাস্তার পাশ থেকে উদ্ধার নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম শারমিন বেগম (৩৬)। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই নারীর নাম শারমিন বেগম। বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়ি ময়নমনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। কুড়িল মধ্যপাড়া কাজিবাড়ি ক-১৭১ নম্বর বাসায় একটি রুম নিয়ে একাই ভাড়া থাকতেন তিনি।
এসআই আজাদ আরো জানান, বিবাহ বিচ্ছেদ হওয়া ওই নারী একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ওই বাড়ির বাড়িওয়ালা তাদের জানিয়েছেন, শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে কোনো একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি তিনি। তার বড় বোন গাজীপুরে থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে বিস্তারিত জানা যাবে।
আগের সংবাদ: খিলক্ষেত ও হাতিরঝিল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
মন্তব্য