-->

চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় চুরি করতে দিয়ে গণধোলাইয়ের শিকার পলাশ মিয়া (১৮) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী মিয়া।

গত সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৩৮ নম্বর বাসার সামনে গণধোলাইয়ের শিকার হন পলাশ মিয়া। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তিনি ঢাকায় থাকতেন মোহাম্মদপুর এলাকায়।

ওসি একরাম আলী মিয়া জানান, পলাশসহ তিনজন সোমবার দিবাগত রাতে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৩৮ নম্বর বাসার তৃতীয় তলায় গ্রিল বেয়ে চুরি করতে ওঠেন। বিষয়টি বাসার দারোয়ান টের পেয়ে তাদের ধাওয়া করে।

তিনি জানান, তখন দুইজন পালিয়ে গেলেও পলাশ ধরা পড়ে যান। স্থানীয়রা তাকে পিটুনি দেন। খবর পেয়ে পলাশকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য মেডিকেলে ভর্তি করে পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে বলেও জানান ওসি একরাম।

মন্তব্য

Beta version