রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নিহত মোরসালিনের (২৭) মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. মনিকা খন্দকার ময়নাতদন্ত করেন।
এর আগে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোরসালিনের মাথার মাঝখানে গভীর কাটা জখম রয়েছে। এছাড়া কপালের ডান পাশে, নাকের বাম পাশে জখম রয়েছে।
সুরতহাল প্রতিবেদনে ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ উল্লেখ করে, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন মোরসালিন। তখন কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোররাত ৪টা ৩৬ মিনিটে মারা যান তিনি।
ঢাকা নিউ সুপার মার্কেটের একটি তৈরী পোশাকের দোকানে কাজ করতেন মোরসালিন।
মোরসালিনের ভাই নুর মোহাম্মদ বলেন, মরদেহ নেওয়া হবে কামরাঙ্গিরচরের বাসায়। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, নিউমার্কেটে সংঘর্ষে আহত ৩ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম জানান, ঢাকা কলেজের ছাত্র কানন চৌধুরী ও রজব রায়হান নিউরোসার্জারী বিভাগের ২০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আর দোকান কর্মচারী ইয়াসিন একই বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। সবার মাথায় আঘাত রয়েছে। তবে তারা সবাই এখন শঙ্কামুক্ত। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
মন্তব্য