-->
শিরোনাম

শাহজালালে সাড়ে তিনশ ফোন, দেড় কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে সাড়ে তিনশ ফোন, দেড় কেজি স্বর্ণ উদ্ধার
উদ্ধারকৃত ফোনের একাংশ। ছবি- ভোরের আকাশ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি সাড়ে ৩শ মোবাইল ফোন এবং দেড় কেজি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ বিমানে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন ওই যাত্রী। গোপন সংবাদে তাকে সনাক্ত করা হয়। তার কাছে থাকা ৬টি লাগেজে ২৭৩টি আইফোন, সামস্যাং নোট২০,গুগল পিক্সেলসহ সাড়ে ৩ শতাধিক মোবাইল ফোন পাওয়ায় যায়। এছাড়া প্রায় ১ কেজি ৬শ গ্রাম স্বর্ণালংকার এবং স্বর্ণের বার পাওয়া যায়।

এসব ফোন ও স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা বলেও জানিয়েছেন তারা। 

মন্তব্য

Beta version