ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পুরো পরিবার

জমি দখলের জন্য সাংবাদিক পরিবারের বিরুদ্ধে ২৬ মামলা !

* ৭৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করলো চাঁদাবাজির মামলায়!

নিজস্ব প্রতিবেদক
জমি দখলের জন্য সাংবাদিক পরিবারের বিরুদ্ধে ২৬ মামলা !

জেষ্ঠ্য সাংবাদিক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এর সদস্য কামরুন্নাহার শোভা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিভিন্ন থানায় ২৬টি মামলা দিয়েছেন এক প্রভাবশালী।

এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় মারামারি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলায় পুলিশ কামরুন্নাহার শোভার বাবা কফিল উদ্দিন আহমেদসহ (৭৯) দুই জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ তাদের গ্রেপ্তার করে। কামরুন্নাহার শোভা ঢাকায় থাকলেও এই মামলায়ও তাকে আসামী করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই স্কুল শিক্ষক হলেন, গাজীপুর সিটি করপোরেশনের বাগবাড়ী এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিন আহমেদ (৭৯) ও তার ভাতিজা শফিজ উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম ওরফে রাজু(৩৭)।

অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ স্কুল শিক্ষকের জমি দখলে নিতে মুরগীর খামারের ১২ পিস টিন, ২০০ বয়লার মুরগী লুট, ২৫-৩০টি গাছ কেটে নেয়াসহ ভাঙচুর, হামলা ও চাঁদাবাজিসহ মামলায় ১০টি ধারা দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতদের স্বজনদের অভিযোগ, জমি জবর দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ চিহ্নিত ভূমি দস্যু চক্র একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। মামলা ও পুলিশের ভয় এবং ভূমি দস্যু চক্রটির অপতৎপরতায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন।

পুলিশ ও মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ মে বিবাদী ১০-১৫ জন লোক কাশিমপুর বাগ বাড়ি এলাকার এক একর ৮০ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে কেয়ারটেকারকে মারধর করে এবং বাদী ইমতিয়াজের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ১৫ মে ফের তারা হামলা করে বাউন্ডারি ওয়াল, মুরগির ফার্মের দরজা, বেড়া ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। এরই প্রেক্ষিতে ইমতিয়াজ করিম বাদি হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার সকালে বয়োবৃদ্ধ কফিল উদ্দিন ও তার ভাতিজা জহিরুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

কফিল উদ্দিনের মেয়ে সাংবাদিক কামরুন্নাহার শোভা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাগবাড়ী এলাকায় তাদের পৈত্রিক সূত্রে জমি রয়েছে। সেই জমি রাজধানীর গুলশান এলাকার ফজলুল করিমের ছেলে ইমতিয়াজ করিম বিভিন্ন সময়ে সেই জমি দখল করার চেষ্টা করে আসছে। এজন্য বিভিন্ন সময় চক্রটি জাল কাগজপত্র তৈরি করে জমি দখলে নিতে শিক্ষকসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা ভাবে মামলা ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তার বাবা কফিল উদ্দিন আহমেদ ৭৯ বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ। তবে মামলায় তার বয়স দেখানো হয়েছে ৬০ বছর।  

শোভা বলেন, জমি জবর দখলের উদ্দেশ্যে ভূমি দস্যু ইমতিয়াজ করিম একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন। তিনি নিজেই ৬টি মামলার বাদি। এছাড়া তিনি আমার বোন আইনজীবী নুরুন্নাহার সাথীর বিরুদ্ধে ২৬টি মামলা দিয়েছেন। এভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের বাড়ি ছাড়া করেছেন অভিযুক্ত ইমতিয়াজ। এছাড়া আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি মামলা দিয়েছেন। আমি ঢাকায় থাকলেও সর্বশেষ মামলায় আমাকেও ১০ নম্বর আসামী করা হয়েছে। আমাদের পরিবারে আমিসহ সবাই ঢাকায় বসবাস করি। শুধু বাবা মা কাশিমপুর বাগবাড়ি এলাকায় বসবাস করেন। আর এই সুযোগটি কাজে লাগিয়ে এভাবে কাল্পনিক ও মিথ্যা মামলা সাজিয়ে আমাদের জমি দখলের অপচেষ্টা ও হয়রানী করছেন ভূমি দস্যু চক্রটি। এখন চাঁদাবাজির মামলার পর আমার বৃদ্ধা মা সাহেরা বেগম পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ বয়োবৃদ্ধ আমার বাবা ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, অভিযুক্ত ইমতিয়াজ ওই জমির মালিক নন। তিনি ও তার লোকজন রাতের আঁধারে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে ইমতিয়াজ করিম সাংবাদিকদের বলেন, তারা লোক ভালো নয়, খোঁজ নিয়ে দেখেন তাদের বিরুদ্ধে বিভিন্ন থাকায় অসংখ্য মামলা রয়েছে। আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগের কথা তারা বলেছে তা মিথ্যা।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবে খোদা বলেন, মুরগী ও টিন নিয়েছে কি না জানি না। তবে ওয়াল ভেঙ্গেছে এবং বেশ কিছু গাছ কেটে ফেলেছে এটা সত্য। তদন্ত কর্মকর্তা ঘটনাটি আরো তদন্ত করবে। স্কুল শিক্ষক হয়তো পুরাটা করেনি।

এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হাসান জানান, মারামারি মামলায় কাশিমপুর থানা পুলিশ কফিল উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। বয়োবৃদ্ধ কফিলের যাতে কোন হেনস্থা না হন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য