গুলিস্থান থেকে ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গুলিস্থান থেকে ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

রাজধানীর পল্টন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো-মোজাম্মেল হোসেন আপেল, রায়হান শেখ তিতাস, সালেহ আহমেদ ও মো. ইমারত হোসেন। বুধবার রাতে গুলিস্তান জিরো পয়েন্টস্থ জিপিও এর প্রধান গেইটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এ সময় তাদের নিকট থেকে একটি খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, একটি চাকু, একটি খেলনা পিস্তল, একটি পুলিশ লেখাযুক্ত হোল্ডার লাইট, একটি চ্যানেল আই লেখাযুক্ত কাগজ, একটি পুলিশ লেখাযুক্ত কাগজ, গাড়ির দুইটি নকল নম্বর প্লেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

 

পল্টন থানার অফিসার ইনর্চাজ সালাউদ্দিন মিয়া জানান, পল্টন মডেল থানার গুলিস্তান জিরো পয়েন্টস্থ জিপিও এর প্রধান গেইটের সামনে কতিপয় ব্যক্তি মাইক্রোবাসযোগে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।

 

এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের আশেপাশে অবস্থান নেয়।

 

সেখানে সাধারণ লোকজন বের হলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর তাদের নিকট হতে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র জোর করে ছিনিয়ে নেয়।

 

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য