১০ বছরে ৫ শতাধিক মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
১০ বছরে ৫ শতাধিক মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৫

দিনে অটোরিকশা চালক। রাতে পরিকল্পনা করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করত তারা। গত ১০ বছরে ৫ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে তারা। শেষ পর্যন্ত এ মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে নারায়ণগঞ্জ থেকে থেকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, এক ভুক্তভোগীর মামলার তদন্তে নেমে সোমবার মধ্যরাতে নারায়ণঞ্জের সোনারগাঁও থানার মহজমপুর গোবিন্দপুরের লাধুরচর এলাকা থেকে প্রথমে চোর চক্রের মূল হোতা জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে অনুযায়ী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের আরো চার সদস্য মোঃ হারুন (২৮), আশিক বিশ্বাস (১৯), রাজীব (২০) ও মহসীনকে (২০) গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ বলছে, জসিম তার ভাইরা ভাইয়ের হাত ধরেই ২০১৩ সাল থেকে মোটরসাইকেল চুরি শুরু করে। কিছুদিনের মধ্যে সে নিজেই একটা গ্রুপ তৈরি করে। এ গ্রুপের ২০ জনের মতো সদস্য রয়েছে। এরমধ্যে ৫ জন কারাগারে।

 

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা।

 

তিনি বলেন, এ চক্রের মূল হোতা দিনে অটোরিকশা চালাত। আর রাতে সে ও তার সহযোগীরা মিলে বাসা-বাড়ির পার্কিং থেকে মোটরসাইকেল চুরি করত। এর আগেও জসিম ও তার সহযোগীরা একই অপরাধের দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শুধু জসিমকের অন্তত ২০ বার গ্রেফতার করেছে পুলিশ।

 

গত ১০ বছরে এ চক্র পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে বলেও জানান তিনি।

 

ভোরের আকাশ/নি

মন্তব্য