হিযবুত তাহরীর’র নেতা তৌহিদ গ্রেফতার

অনলাইন ডেস্ক
হিযবুত তাহরীর’র নেতা তৌহিদ গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম কর্মকর্তা তৌহিদুর রহমান ওরফে তৌহিদ (৩১)কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার রাতে র‌্যাব-২ এর একটি দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত তৌহিদ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার তোফাজ্জল হোসেনের পুত্র।

 

র‌্যাব বলছে, তৌহিদ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যালের রায়ে দু’বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া সে বিভিন্ন ছদ্মবেশ ধারন করে বিগত ১১ বছর আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গী সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।

 

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বাসসকে জানান, গ্রেফতারকৃত তৌহিদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে হিজবুত তাহরীর লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছিল। এছাড়া সে মাদ্রাসা ও স্কুলের ছাত্রসহ তরুণ প্রজন্মকে জঙ্গীবাদে উৎসাহিত করে খিলাফত প্রতিষ্ঠায় দাওয়াতী কাজ করতো।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য