রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী টোল প্লাজার পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বেলা সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বলেন, সকালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের কাছে জানা গেছে, ওই যুবক এলাকায় ভবঘুরে ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য