লাদেন ও মোল্লা ওমরের সাথে একাধিকবার সাক্ষাৎ করা হুজিবির দুর্ধর্ষ জঙ্গি ফখরুলকে ৬ সহযোগীকে গ্রেফতার করেছে সিটিটিসি।
শুক্রবার (২৭ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়।
সিটিটিসির প্রধান আসাদুজ্জমান শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন এ তথ্য দেন।
তিনি বলেন, ফখরুলের নেতৃত্বে একটি হুজির গ্রুপ সংঘঠিত হওয়ার চেষ্টা করছে। তারা রোহিঙ্গা ক্যাম্পেও টাকা দিয়ে সহযোগী সদস্য সংগ্রহের চেষ্টা করেছিল।
তিনি বলেন, গ্রুপটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। আমরা নজরদারীর মাধ্যমে বড় নাশকতার আগেই গ্রেফতার করতে সক্ষম হই।
ভোরের আকাশ/নি
মন্তব্য