যশোর সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ বিজিবির

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ বিজিবির

প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৪.০৮৯ কেজি ওজনের ৩৫ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

 

যশোরের রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- ইয়াকুব ও আতিয়ার।

 

বুধবার বিজিবি সদরদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিজিবি জানায়, যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রপুর গ্রামস্থ বিলপাড়া নামক স্থানে কালভার্টের উপরে অবস্থান করে। কিছুক্ষণ পরে বিজিবি টহলদল একটি সাদা রংয়ের প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল আসতে দেখে। প্রাইভেটকারের মধ্য থেকে ২ জন এবং মোটরসাইকেল থেকে ২ জন মোট ৪ জন ব্যক্তি রুদ্রপুর বিলপাড়া নামক স্থানে একত্রিত হয়। ওউ ব্যক্তিদেরকে বিজিবি টহলদলের সন্দেহ হলে তাদের ধাওয়া করে। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ২ জন দৌড়ে পালিয়ে যায়।

 

বিজিবি টহলদল অপর দুইজনকে আটক করে এবং প্রাইভেটকার তল্লাশি করে প্রাইভেটকারের গ্লোভস কম্পার্টমেন্টের ভিতর এসি ফিল্টারের বক্সে কসটেপ দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৪.০৮৯ কেজি ওজনের ৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য- ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা ।

 

পরবর্তীতে বিজিবি টহলদল স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য