শামসুজ্জামানকে মামলার পর আটক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জামানকে মামলার পর আটক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

 

প্রথম আলোর সাংবাদিককে রাতের আধারে সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। কিন্তু কোনো সংস্থা তা স্বীকার করছে না। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়, মামলা করে বিচার চায়, থানায় গিয়ে মামলা করে তাহলে সেই অনুযায়ী কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতেই হবে৷ আমি যতটুকু জানি তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে, সেই মামলায় তাকে আটক করা হয়েছে। তবে সিআইডি না অন্য কেউ করেছে তা এখনো নিশ্চিত না।

 

শামসুজ্জামান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক। ‍তিনি সাভাবে কর্মরত। ২৬ মার্চে তার করা একটি প্রতিবেদনের সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গতরাতে সিআইডি পরিচয়ে শামসুজামানকে বাসা থেকে নিয়ে যাওয়ার অভিযোগ করে তার পরিবার।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য