-->

ডিজিটাল কায়দায় ফল জালিয়াতি হয়েছে

খুলনা ব্যুরো
ডিজিটাল কায়দায় ফল জালিয়াতি হয়েছে

ডিজিটাল কায়দায় ফল জালিয়াতি হয়েছে এমন দাবি করেছেন খুলনা সিটি করপোরেশনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল রহমান।

 

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

 

শফিকুর রহমান বলেন, ১২ জুন অনুষ্ঠিত হয়েছে খুলনা সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচন। নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলাম। নির্বাচনে ব্যবহার হয়েছে বহুল আলোচিত ইভিএম। আগে এ সম্পর্কে আমার ধারণা ছিল ভালো।

 

কারণ নির্বাচন কমিশন বার বার আশ্বস্ত করায় বিশ্বাস রেখেছিলাম। কিন্তু নির্বাচনে দেখলাম এটি একটি ম্যান মেইড মেশিন। যার কন্ট্রোল মানুষের হাতে এবং প্রযুক্তিবিদের কমান্ডে চলে।

 

তিনি আরো বলেন, সফটওয়্যার যেভাবে কমান্ড থাকবে সেভাবেই কাজ করবে। কিন্তু সেই কমান্ড নির্ধারণের মানুষগুলোর সততা নিয়ে প্রশ্ন আছে। তারা যে কমান্ড রেখেছিলেন, সে মোতাবেক ভোট হয়েছে এবং ভোটারদের আশা-আকাক্সক্ষা পূরণ হয়নি। ভোটারদের ইভিএমের মাধ্যমে ভোটারদের ধোঁকা দেয়া হয়েছে। যে কারণে এ নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

 

তিনি বলেন, কথিত ইউটিউব, টিভি, ফেসবুক ছিল নিয়ন্ত্রণের বাইরে। সরকার বা নির্বাচন কমিশন তাদের দৌরাত্ম্য রুখতে পারেনি। এতে অনেক প্রার্থীর অতীত কর্মকান্ড নিয়ে ভিডিও ক্লিপ ছেড়ে দিয়ে চরিত্র হনন করেছে। অনেক আগের ঘটনা নির্বাচনের সময় ব্যবহার করে প্রভাব খাটানো হয়েছে।

 

কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে সাজানো ভিডিও এবং সংবাদ প্রকাশ করা হয়েছে, যা গণমাধ্যম নীতিমালার ধারের কাছে যায়নি।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version