-->
শিরোনাম

চট্টগ্রামে কালাবাচ্চু গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে কালাবাচ্চু গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর কিশোর গ্যাং ‘কালা বাচ্চু’ গ্রুপের প্রধান ফরহাদ হোসেনসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বায়েজিদ বোস্তামী এলাকার আমিন কলোনির গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় র‌্যাব-৭ গণমাধ্যমকে এসব তথ্য জানায়।

 

গ্রেপ্তাররা হলেন মো. ফরহাদ হোসেন, মো. হৃদয় মিয়া, মো. জুনায়েদ, মো. আনোয়ার হোসেন বাছা, মো. ইসমাইল হোসেন এবং মো. নুরনবী নাঈম।

 

র‌্যাব জানায়, তারা সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডের জন্য একত্রিত হয়েছিল। এ সময় তাদের তল্লাশি করে দুটি চাকু, একটি ক্ষুর এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

 

কালা বাচ্চু গ্রুপটি নগরীর বায়েজিদ এলাকায় রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মে জড়িত।

 

এ গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদকসেবন করে থাকে।

 

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তাররা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছে। তারা সাধারণ মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version