-->

কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজসহ গ্রেপ্তার ৪

রাজধানীর পল্লবীতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজসহ চার মাদক কারবারিকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া।

 

তিনি বলেন, গতকাল রাতে পল্লবীর ১০ নম্বরের এ ব্লক এলাকায় অভিযান চালিয়ে মফিজকে গ্রেপ্তার করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ ও এসআই শাহররিয়ার নাঈম রোমান।

 

এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। একই এলাকা থেকে মো. বাদল, মাকসুদুর রহমান শান্ত ও পারভেজ নামের আরও ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫ গ্রাম করে ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন , মাদক কারবারি মফিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে অত্যন্ত প্রভাবশালী। তার অত্যাচারে এলাকাবাসিও অতিষ্ঠ।

 

এদিকে পল্লবীর ১০ নম্বর সেকশনের বাসিন্দা আকাশ গুড্ডু বলেন, মফিজ পুরো এলাকাজুড়ে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদক বিক্রয়ে শিশু ও কিশোরদের ব্যবহার করত। কেউ বাধা দিলে মারধর করত। তাকে গ্রেপ্তার করার জন্য পল্লবী থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version