ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই পুলিশের

নিজস্ব প্রতিবেদক
ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই পুলিশের

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই করেছে পুলিশ। এমন ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আইএফআইসি ব্যাংকের রাজধানীর পল্টন শাখায়। পরে এ ঘটনায় দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ২০ লাখ টাকা।

 

পুলিশ জানিয়েছে, আজিম উদ্দিন নামে এক ব্যক্তি ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে গেলে ছিনতাইয়ের শিকার হন তিনি। আজিম উদ্দিন যখন টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ান ঠিক তখনই ঘটে ঘটনা। এসময় পুলিশের ইউনিফর্ম পরা দুজন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে ব্যাংকের ভেতর থেকে বাইরে নিয়ে যায়। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী। তিনি ওই ব্যবসায়ীর টাকা জমা দিতে ব্যাংকে যান।

 

ছিনতাইয়েল খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা-পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের দুই হকার হৃদয় ও মঞ্জুকে আটক করে। তাদের দেয়া তথ্য অনুসারে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে বাসাবো থেকে ছিনতাইয়ের আরো ১০ লাখ টাকা ও মোটর সাইকেলসহ সোহেল নামে একজনকে আটক করে ডিবি।

 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুজন পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পড়া দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে যায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনায় জড়িত দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিলেন বলে জানান তিনি।

 

এই ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে জানিয়ে পল্টন থানার ওসি সালাহউদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য