রাজধানীর উত্তরার ১১নম্বর সেক্টর ইবনেসিনা ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতাল থেকে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানাধীন ৫২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে তুলে নেয়ার অভিযোগ করেছেন তার পরিবার৷
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ কর্মস্থল উত্তরা ইবনেসিনা ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নেয়া হয় বলে জানান তার স্বজনরা৷
সিদ্দিকের স্ত্রী রুবিনা জানান, তিনি দুপুরে ১২টার দিকে ফোনে তার সাথে কথা বলছিলেন৷ তখন সিদ্দিক জানান, অফিসে ডিবি পুলিশ এসেছে। সমস্যায় আছি পরে কথা বলতেছি। এর পর থেকে তার সাথে যোগাযোগ করা যাচ্ছেনা। ফোন মাঝে মাঝে খোলা পাওয়া যাচ্ছে কিন্তু কল দিলে কেটে দেওয়া হচ্ছে ।
তিনি আরও বলেন, আমার ছোট দুইটি সন্তান আছে। আমার স্বামীর কিছু হলে আমার বাচ্চারা এতিম হয়ে যাবে। যদি আইন শৃংখলাবাহিনী গ্রেপ্তার করে থাকেন আমাদের জানাতে পারতেন। ফোন ধরছেন না কেন তারা।
আমি আমার স্বামীকে ফিরে পেতে ও সন্ধান পেতে আইন শৃংখলাবাহিনীর সহযোগিতা কামনা করছি।
ভোরের আকাশ/নি
মন্তব্য