সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি

ঢাকার সেগুনবাগিচা থেকে তুলে নেওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। মূলত তুলে নেওয়া হয়নি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী চিনিশপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের মুখে দুই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করা হয়নি। বিষয়টি নিয়ে দৈনিক ভোরের আকাশ ভিডিও প্রতিবেদন প্রকাশ করার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার দৈনিক ভোরের আকাশকে জানান, ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান নাহিদ। তিনি তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি। তাকে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে।

 

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, নাহিদ নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। নাহিদের বিরুদ্ধে হত্যা বিস্ফোরক আইনে মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

 

ওসি খোকন চন্দ্র সরকার জানান, নাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টায় নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসার বাথরুমের ফলস ছাদ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মন্তব্য