কিশোরগঞ্জে আরেক বিএনপি কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে আরেক বিএনপি কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জে মো. আশিক মিয়া (৫০) নামে আহত আরেক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

 

ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১০টায় তার মৃত্যু হয়।

 

কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলমের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল করিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মো. আশিক মিয়া কিশোরগঞ্জ জেলা ভৈরব পৌর বিএনপির ৭নং ওয়ার্ড সদস্য ছিলেন।

 

শায়রুল বলেন, গতকাল অবরোধ চলাকালে পুলিশের টিয়ার সেলের আঘাতে তিনি আহত হন। সেখানে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে গতকালে কিশোরগঞ্জে অবরোধ চলাকালে পুলিশের গুলিদে দুই জন নিহত হয় বলে দাবি করে আসছে বিএনপি।

ভোরের আকাশ/আসা

মন্তব্য