বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)।
রাজধানীর গাজীপুরের টঙ্গি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
ক্ষুদে বার্তায় র্যাব জানায়, আলতাফ হোসেন চৌধুরী প্রধান বিচারপতির বাসভবনে হামলা , নাশকতা ও সহিংসতা মামলার এজাহার নামীয় আসামী। তিনি রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। সেখানে থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।
আলতাফ হোসেন চৌধুরী সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) । তিনি বানিজ্যমন্ত্রীও ছিলেন।
ভোরের আকাশ/আসা
মন্তব্য