জ্বালাও পোড়াও ও মিছিলের মধ্য দিয়ে আজ ভোরে শেষ হচ্ছে তৃতীয় দফা অবরোধ। অবরোধকে সমর্থন জানিয়ে দেশব্যাপি মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। অবরোধে দূরপাল্লার যানবাহন প্রায় বন্ধ ছিল। বেশ কয়েক গাড়ি ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় যাত্রা করলেও যাত্রী ছিল কম। ট্রেন যোগাযোগ ছিল স্বাভাবিক। অভ্যন্তরীন রুটে যানবাহন চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিল কম। অন্যান্য দিনের তুলনায় রাজধানীতেও গাড়ির সংখ্যা কম ছিল। আতঙ্কে জরুরি প্রয়োজন ছাড়া নিজের গাড়ি নিয়ে বের হননি কেউ। যাত্রীবাহী বাসের সংখ্যাও বেশি ছিল না। তবে বিপুল মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। সেইসঙ্গে বিভিন্ন এলাকায় ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি। রাজধানীব্যাপি ছড়িয়ে ছিল র্যাব, পুলিশের ভ্রাম্যমান টিম। এই কঠোর নিরাপত্তার মধ্যেই ঘটেছে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৬টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অবরোধ চলাকালে বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ ঘটেছে। অবরোধ বিরোধী মিছিল করার জন্য পান্থপথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মাহবুবুর রহমান মাহবুরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। ওই সময়ে সেখানে কয়েক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। প্রায় একই সময়ে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টায় যাত্রবাড়ীর মাতুয়াইলের মাদ্রাসা বাজার রোডে আসিয়ান পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
ঢাকার বাইরে মহাসড়কে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সকালে সিরাজগঞ্জের মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৭টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মুরগির খাদ্যবাহী একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় পাশেই পুলিশ সদস্যরা থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৬টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর জিগাতলা, তাঁতীবাজার, কাকলি, মিরপুর ও ধানমন্ডিসহ পাঁচটি স্থানে, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ার শিবগঞ্জে একটি, বরিশালের গৌরনদীতে একটি, বরগুনায় একটি ও নোয়াখালীতে একটি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ড ভ্যান ও দুটি ট্রাক পুড়ে যায়।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা আজ ভোরে শেষ হয়েছে। অভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি। রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে তা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। একইভাবে ৪৮ ঘন্টার অবরোধ ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, গণতন্ত্রমঞ্চ ও এলডিপি।
বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ২৪ ঘন্টায় সারা দেশে বিএনপির ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে ৫০ জন। আর গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে নয় হাজার ৮৩১ জন।
ভোরের আকাশ/আসা
মন্তব্য