হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে দুই বাসে আগুন

বিএনপি ও সমমনা দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতি দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

বেলা ২ টা ৪০ মিনিটে মিরপুর ১০ নাম্বারে একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে । এরপর ‍বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর বাণিজ্যিক এলাকায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

মতিঝিলে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে মতিঝিল থানা পুলিশ।

 

এর আগে মিরপুর ১০ নাম্বারে বিআরটিসি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য