গাজীপুরে বাস-ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বাস-ট্রাকে আগুন

গাজীপুর পৃথক দুই স্থানে বাসে ও ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা।

 

সোমবার সকাল ৯টায় আগুন দেয় একটি যাত্রীবাহী বাসে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর জিরানী বাজার এলাকায়। এর আগে ভোর ৪ টার দিকে কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে খড়ভর্তি একটি ট্রাকে আগুন দেয় দুবৃত্তরা। ট্রাকটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, একটি চক্র বাসে ও খড়ভর্তি ট্রাকে আগুন দিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে।

 

পুলিশ জানায়, চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। গাজীপুর মহানগরের জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময়ে চালক বাসটি থামিয়ে দিলে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বাসের এক যাত্রী বলেন, বাসের পেছন দিকে যাত্রী বেশে বসে থাকা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। তখন বাসে ৭-৮ জন যাত্রী ছিল। বাসটি থামিয়ে দেওয়ায় কারো কোনো ক্ষতি হয়নি।

 

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকে থাকা অধিকাংশ খড় পুড়ে গেছে।

মন্তব্য