-->
শিরোনাম

কিশোরগঞ্জ ইটনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ ইটনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার বাদলা মৌজার ৮১ নাম্বার খতিয়ানের ৬৩০ ও ৬৩১ দাগের জমির পরিমাণ ২৫ শতাংশ, জমির মালিক ছিলেন আব্দুল জব্বার চৌধুরী তার কাছ থেকে ক্রয় সুত্রে জমির মালিক হয় মৃত জুমন ভূইঁয়া, পিতা: মৃত আমির হোসেন ভূঁইয়া। জুমন ভূঁইয়া ইন্তেকাল করেছেন আনুমানিক ১৯৮০ সনে। জুমন ভূঁইয়া ইন্তেকালের পর তার পাঁচ ছেলে, আব্দুল মান্নান ভূঁইয়া, মাজু ভূইঁয়া, অদুধ ভূঁইয়া, আব্দুল হান্নান ভূঁইয়া ও উজ্জ্বল ভূঁইয়া মালিক হন। উজ্জ্বল ভূঁইয়া প্রতিবেদককে বলেন, সবাই মালিক হয়ে থাকলেও বেশ কয়েক বছর ধরে জমি জোরপূর্বক দখল করে করে খাচ্ছে আমার বড় ভাইয়ের সন্তানরা।

আমারা পাঁচ ভাই। প্রথমে আমরা সবাই এক বাড়ীতে ছিলাম একই বাড়ীতে আমাদের সকলেই থাকতে অসুবিধা হচ্ছিল তাই আমাদের অন্য জমিতে বাড়ী বেধে থাকতে চেয়ে আমার বড় ভাই আমাদেরকে বলে তোমাদের যখন জমি দরকার হবে তখন তোমাদের জমি তোমাদের ফিরিয়ে দেবো এ কথা বলে আমাদের অন্য জমিতে বাড়ী বেধে সেখানে চলে যায়।

সেখানে যাওয়ার কয়েক বছর পর আমার বড় ভাই মারা যায়। বড় ভাই মারা যাওয়ার পর তার সন্তানরা আমাদের জমি আর আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না আমার বড় ভাইয়ের ছেলেদের কাছে জমি চাইতে গেলে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয় ও বলে তোমাদের কাছ থেকে আমার বাবা জমি কিনে নিয়েছে।আমরা বলেছি তোমাদের বাবা জমি কিনেছে ভালো কথা, তোমার বাবা যে জমি কিনেছে আমাদেরকে দলির দেখাও, দলির দেখতে চাইলে তারা আমাদেরকে দলির দেখাতে অস্বীকার করে, অথচ আমাদের জমি আমরা বিক্রি করি নাই, তাদের কাছে দলির থাকবে কিভাবে। অনেক বার আমারা সবাই একত্রে তাদের কাছে গিয়েছি কিন্তু তারা আমাদের কথা শুনতে রাজি না।আমারা বলেছি বর্তমান সরকারের প্রচলিত আইন ২০২৩ সালে কার্যকর করা হয়ছে দলিল যার জমি তার কিন্তু তারা বলে এই সব আইন কানুন মানি না।

প্রতিবেদক এই বিষয়ের সত্যতা যাচাই করতে আব্দুল মান্নান ভূঁইয়ার বড় ছেলে ইমরুজকে কল দিলে ইমরুজ প্রতিবেদককে জানান আমরা প্রায় বিশ বছর ধরে এই বাড়িতে বসবাস করেছি,এই বাড়ি আমাদের,আমার বাবা এই জমি কিনেছে, আমাদের কাছে দলিল আছে কিন্তু পরবর্তীতে স্বীকার করেছে তাদের কাছে কোনো দলিল নেই। যাদের জমি তাদের ফিরত দেবে কিনা প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন জমি নিতে হলে মামলা করে নিতে হবে, নিউজ করে জমি নিতে পারবে না, যাদের জমি তাদেরকে বলেন মামলা করে আমার কাছ থেকে জমি নিতে।ইমরুজ প্রতিবেদককে আরো বলেন নিউজ করতে চেয়েছে তারা আপনি নিউজ করে দেন।আমরা এই জমি ফিরত দেবো না।

 

মন্তব্য

Beta version