দীর্ঘদিন পর আজিজ কো-অপারেটিভে কমিটি

গ্রাহক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন পর আজিজ কো-অপারেটিভে কমিটি
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গত সোমবার আজিজ কো-অপারেটিভের সাধারণ সভা ও নতুন কমিটির অভিষেক হয়।

দীর্ঘদিন কমিটিসংক্রান্ত জটিলতা নিরসনের পর বেশ স্বস্তি ফিরেছে আজিজ কো-অপারেটিভের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে। প্রতিষ্ঠানটির নবগঠিত ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে সাধারণ সভা, প্রধান কার্যালয় চালুসহ গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে বেশ কিছু উদ্যোগ নেওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে।

জানা গেছে, ২০১৯ সালের পর থেকে আজিজ কো-অপারেটিভের কমিটি নিয়ে নানা জটিলতা শুরু হয়। উচ্চ আদালতের নির্দেশনায় পরিচালিত কমিটির সাবেক চেয়ারম্যান এম তাজুল ইসলাম ২০১৯ সালের ১১ জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার ও কারান্তরীণের পর সংকট আারো ঘনীভূত হতে থাকে। বন্ধ হয়ে যায় বেশ কিছু ব্রাঞ্চ।

গ্রাহকেরা আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। এরপর প্রতিষ্ঠানটিতে বারবার সমবায় অধিদপ্তর অন্তর্বর্তীকালীন কমিটি করে দিলেও আইনের বেড়াজালে নির্বাচন ও ব্যবস্থাপনা কমিটি করা সম্ভব হয়নি।

সবশেষ ১৬ জানুয়ারি আজিজ কো-অপারেটিভের সদস্য ওসমান গনি ভূঞার করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট প্রতিষ্ঠানটি পরিচালনায় ১২ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেয়।

গত সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে প্রতিষ্ঠানটির সাধারণ সভা ও নতুন কমিটির অভিষেক হয়। এই সাধারণ সভায় ভালোভাবে প্রধান কার্যালয় চালু, বন্ধ ব্রাঞ্চ খোলার উদ্যোগ, গ্রাহকদের আমানত ফেরত ও প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে নতুন কমিটির চেয়ারম্যান হারুন-অর রশিদ মজুমদারের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি এস এম হারুনার রশিদ, পরিচালক এমরান উদ্দিন, খোরশেদ আলম, আবুল কালাম আজাদ ও মো. নুরুল্লাহ। পরিচালক ওসমান গনি ভূঞার পরিচালনায় সভায় ভাইস চেয়ারম্যান আলী আহমেদ বাহরামসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় নতুন কমিটির চেয়ারম্যান হারুন-অর রশিদ মজুমদার বলেন, নতুন নেতৃত্বের সততা ও নিষ্ঠা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ফিরিয়ে আনবে। বেদখল সম্পদও উদ্ধার করা হবে।

ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটির সাধারণ সভা ও গৃহীত নানা উদ্যোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে।

আর নতুন কমিটি আজিজ কো-অপরেটিভের সমস্যা সমাধান করে সুদিন ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সেক্রেটারি এস এম হারুনার রশিদ।

সভায় পরিচালক খোরশেদ আলম বলেন, নতুন ও সাবেক সদস্যদের সমন্বয়ে গঠিত এ কমিটি আজিজ কো-অপরেটিভের সুদিন ফিরিয়ে আনবে।

 

মন্তব্য