-->

এক সপ্তাহেই পাওয়া যাবে আইপিওর অনুমোদন: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
এক সপ্তাহেই পাওয়া যাবে আইপিওর অনুমোদন: বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, কোম্পানির সব তথ্য এবং কাগজপত্র ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই আইপিওর অনুমোদন দেওয়া হবে। ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হলে এটা জরুরি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিজনেস আওয়ার টোয়েন্টিফোরের উদ্যোগে ‘শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিভাবে ভালো কোম্পানি তালিকাভুক্ত করা যায় আমরা সেদিকে দৃষ্টি রাখছি। সব কিছুর জন্য একটু সময় দরকার। বাংলাদেশ আগের চেয়ে অনেক এগিয়েছে। আশা করছি পুঁজিবাজারও ধীরে ধীরে আর উন্নতির দিকে যাবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মুহাম্মদ ছায়েদুর রহমান উপস্থিত ছিলেন।সেমিনারে সভাপতিত্ব করেন বিজনেস আওয়ার টোয়েন্টিফোরের পক্ষে আকতার হোসেন সান্নামাত (এফসিএ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক আমিরুল ইসলাম নয়ন।

মন্তব্য

Beta version