-->
পুঁজিবাজার

বেশিরভাগ কোম্পানির দর পতন

নিজস্ব প্রতিবেদক
বেশিরভাগ কোম্পানির দর পতন
ডিএসইর লোগো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে।

একই সঙ্গে কমছে লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর, যার জেরে কমে গেছে বাজার মূলধনও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট। এ পর্যন্ত ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৭ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে এপেক্স ফুড, বিডি অটোকারস, মনোস্পুল পেপার, কেপিসিএল, রহিমা ফুড, স্যালভো ক্যামিকেল, দেশ গার্মেন্টস ও সেন্ট্রালফার্মাসহ কিছু কোম্পানি।

মন্তব্য

Beta version