-->

পুঁজিবাজারে লেনদেনে তেজিভাব

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে লেনদেনে তেজিভাব
ডিএসইর লোগো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ ফেব্রুয়ারি) সূচকের তেজিভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর, যার জের ধরে বাড়ছে বাজার মূলধনও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। এখন পর্যন্ত ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকা।

এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে রহিমা ফুড, এপেক্স ফুড, এপেক্স ট্যানারি, বিডি অটোকারস, মনোস্পুল পেপার, ফাইন ফুড, এইচ আর টেক্সটাইল, কেপিসিএল, পেপার প্রসেসিং আজিজ পাইপসসহ কিছু কোম্পানি।

মন্তব্য

Beta version