-->

লেনদেনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

নিজস্ব প্রতিবেদক
লেনদেনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
ডিএসই ও সিএসইর লোগো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ ফেব্রুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধো দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে। বাড়তে দেখা যাচ্ছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। বাড়তে দেখা যাচ্ছে বাজার মূলধনও।

বেলা সাডে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ছয় হাজার ৭৬২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২১১ কোটি টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৩৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে অলটেক্স,আরামিট সিমেন্ট, পেপার প্রসেসিং, ইমামবাটন, মনোস্পুল পেপার, সান লাইফ ইন্সুরেন্সসহ কিছু কোম্পানি।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৯ হাজার ৭৭৬ পয়েন্টে। এখন পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি টাকার শেয়ার। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

সোমবার দুই পুঁজিবাজারেই বিমা ও ব্যাংক খাতের শেয়ারের বেশি চাহিদা দেখা যাচ্ছ।

মন্তব্য

Beta version