-->
শিরোনাম

সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত
ডিএসই ও সিএসইর লোগো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ মার্চ ) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে। আগের দিনের মতো বাড়তে দেখা যাচ্ছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। বাড়তে দেখা যাচ্ছে বাজার মূলধনও।

বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৯পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ছয় হাজার ৭৯৯ পয়েন্টে। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৫টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে ইমামবাটন, মেঘনা পিইটি, মনোস্পুল পেপার, সান লাইফ ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগারসহ কিছু কোম্পানি।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৯ হাজার ৮৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৪কোটি টাকার শেয়ার। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।

আগের দিনের মতো মঙ্গলবারও দুই পুঁজিবাজারেই বিমা ও ব্যাংক খাতের শেয়ারের প্রতি বেশি চাহিদা দেখা যাচ্ছ। এগিয়ে রয়েছে বিবিধ খাতও।

মন্তব্য

Beta version