-->
শিরোনাম

আবারও নিম্নমুখী ধারায় পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
আবারও নিম্নমুখী ধারায় পুঁজিবাজার
ডিএসই ও সিএসইর লোগো

দুই দিনের বিরতি দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ মার্চ ) আবারও নিম্নমুখী ধারায় ফিরে গেছে দেশের পুঁজিবাজার। সূচকের নিম্নমুখী প্রবণতার মধো দিয়ে লেনদেন চলছে। একই সঙ্গে কমতে দেখা যাচ্ছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। কমতে দেখা যাচ্ছে বাজার মূলধনও।

বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছিল ছয় হাজার ৬৭৭ পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ৩১৭টির, বেড়েছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে তাকাফুল ইন্সরেন্স, সান লাইফ ইন্সরেন্স, ব্যাংক এশিয়া, জিলবাংলা সুগার, ইমামবাটন, শ্যামপুর সুগারসহ কিছু কোম্পানি।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৯ হাজার ৭৪০ পয়েন্টে। এখন পর্যন্ত এখানে লেনদেন হয়েছে ১১ কোটি টাকার শেয়ার। কমেছ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

আজও দুই পুঁজিবাজারেই বিমা ও ব্যাংক খাতের শেয়ার চাহিদা বেশি দেখা যাচ্ছ।

মন্তব্য

Beta version