-->

বিশ্ববাজারে তেলের দাম ১৩ বছরে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে তেলের দাম ১৩ বছরে সর্বোচ্চ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৩ বছরে সর্বোচ্চ উঠেছে। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ায় তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এ খবর প্রকাশ হতেই তেলের দাম হঠাৎ বেড়ে যায়। এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী শেয়ারবাজারেও ঘটেছে বড় পতন।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অন্যদিকে চলমান যুদ্ধে প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। ফলে তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড অয়েল) দাম প্রতি ব্যারেলে ১৩৯ ডলারের উপরে উঠে যায়। পরে ১৩০ ডলারে নেমে আসে।

বিশ্ববাজারে তেল সংকট দেখা দেওয়ার আশঙ্কায় গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে।

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। ফলে মূল্যস্ফীতি আরো বাড়র আশঙ্কা করা হচ্ছে, যা ক্ষতিগ্রস্ত করবে সামগ্রিক অর্থনীতিকে।

এশিয়ার পুঁজিবাজারে দরপতন হয়। জাপানের নিক্কেই ও হংকংয়ের হ্যাং সেং সূচক ৩ শতাংশের বেশি কমে যায়।

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, বাইডেন প্রশাসন ও তার মিত্ররা রাশিয়ার তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে।

সূত্র: বিবিসি ও সিএনএন

মন্তব্য

Beta version