ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা, ম্যাকডোনাল্ড’স ও স্টারবাকস। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরে কবে এসব চালু করা হবে, তা অনিশ্চিত।
ইউক্রেনে যুদ্ধের কারণে একের পর এক ব্যবসায়িক নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে রাশিয়া। গত দুই সপ্তাহের মধ্যে বেশ কিছু বহুজাতিক কোম্পানি রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।
নিষেধাজ্ঞায় যোগ দিতে গত কয়েকদিন ধরে ম্যাকডোনাল্ড’স, কোকা-কোলা প্রভৃতি কোম্পানির ওপরও চাপ আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রীতিমতো হ্যাশট্যাগ বয়কট ম্যাকডোনাল্ড’স, বয়কট কোকাকোলা ঝড় বয়ে যাচ্ছিল। এরপরই ব্যবসা-বিক্রি বন্ধের পথে গেল প্রতিষ্ঠানগুলো।
মার্কিন খাদ্যপণ্য ও রেস্তোরাঁ ব্যবসা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড’স জানিয়েছে, রাশিয়ায় ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে তারা।
ম্যাকডোনাল্ড’স জানায়, ইউক্রেনে অকারণে মানবিক সংকট সৃষ্টির জবাবে তারা এমন পদক্ষেপ নিয়েছে। যুদ্ধের কারণে ইউক্রেনেও ১০৮টি রেস্তোরাঁ সাময়িক বন্ধ রেখেছে কোম্পানিটি।
আরেক মার্কিন কোম্পানি স্টারবাকসও জানিয়েছে, রাশিয়ায় তাদের ১০০ কফি শপ বন্ধ রাখা হবে। স্টারবাকসের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জনসন বলেছেন, আমরা রাশিয়ায় আমাদের সব ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিচ্ছি।
আপাতত ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কোমল পানীয় প্রস্তুত প্রতিষ্ঠান কোকাকোলাও। এক বিবৃতিতে কোকাকোলা বলেছে, ইউক্রেনে যুদ্ধের অযৌক্তিক প্রভাব যারা সহ্য করছেন, আমরা সেইসব মানুষের পাশে আছি।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক খাদ্যপণ্য কোম্পানি কেএফসি ও পিৎজা হাটও রাশিয়ায় নিজেদের মালিকানাধীন রেস্তোরাঁগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সূত্র: বিবিসি ও সিএনএন।
মন্তব্য