-->

ড. ফাহমিদা খাতুনকে আংকটাড এর উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
ড. ফাহমিদা খাতুনকে আংকটাড এর উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনকে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব।

সোমবার (১৪ মার্চ) সিপিডির ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই উপদেষ্টা বোর্ড আংকটাডকে উৎপাদন সক্ষমতা সংশ্লিষ্ট গবেষণা এবং নীতিমালা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে।

পিসিআই এর কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীতি কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সম্প্রসারণ, কৌশলগত উন্নয়ন ও পরিমার্জন এবং উৎপাদন সক্ষমতা পরিমাপের পদ্ধতিসহ আন্তর্জাতিক মানদণ্ডের উন্নয়ন ও পরিমার্জন।শিক্ষাবিদ, নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সম্মিলিতভাবে ব্যাপক সহযোগিতার মাধ্যমে উচ্চপর্যায়ের এ পরিষদ কাজ করবে।

মন্তব্য

Beta version