-->

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

আগের দিনের মতো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ মার্চ) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ঊর্ধ্বমুখী রয়েছে উভয় পুঁজিবাজারে সূচক।

একই সঙ্গে বাড়ছে লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। পাশাপাশি বাজার মূলধনও বাড়তে দেখা যাচ্ছে।

বেলা সাড় ১১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির দর।

এ সময়ে প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৭৫৮ পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪০ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স, কেপিসিএল,এশিয়া ইন্স্যুরেন্স ইমামবাটন, শার্শা ডেনিমস, ওয়াইম্যাক্স, এপেক্স ট্যানারি, পূরবী জেনারেল ইন্সুরেন্স, সোনালী পেপার, বসুন্ধরা পেপার মিলসসহ আরো কিছু কোম্পানি। অন্যদিকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮৫২ পয়েন্টে। এখন পর্যন্ত এখানে লেনদেন হয়েছে ১১ কেটি টাকা।

ঢাকার মতো সিএসইতেও বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। আজ উভয় পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠান, বিবিধ, প্রকৌশল, ব্যাংক, টেলিকমিউনিকেশন ও বিমা খাতের শেয়ার চাহিদা বেশি দেখা যাচ্ছ।

মন্তব্য

Beta version