-->

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির তাগিদ

কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির তাগিদ
কলম্বোয় ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মধ্যে দ্রুত অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। কলম্বোয় ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস দ্বিপাক্ষিক বৈঠকে তারা এ জোর দেন বলে মঙ্গলবার (২৯ মার্চ) জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনের জন্য জাহাজ চলাচলের ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এতে বাণিজ্য ও মানুষে মানুষে যোগাযোগ আরো বাড়বে।

এসময় কলম্বো বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর ওপর জোর দেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে কলম্বোর বিমানের টিকিটের দাম অনেক বেশি হওয়ায় পর্যটন প্রসারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য

Beta version