পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের পরিশোধিত মূলধনের ৪৯ শতাংশ অধিগ্রহণের জন্য প্যারামাউন্ট টেক্সটাইল প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করবে।
ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্রিড টাইড সোলার পাওয়ার প্লান্টটি পাবনা সদর উপজেলার রতনপুর মৌজায় অবস্থিত। এই পাওয়ার প্লান্টে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হবে, যার চুক্তির মেয়াদ ২০ বছর।
মন্তব্য