পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমসের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-২১ থেকে মার্চ-২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯৬ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে শূন্য দশমিক শূন্য ৪ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক শূন্য ৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৯৯ টাকা বা ৯৬ শতাংশ কমেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুযারি-২২ থেকে মার্চ-২২) ইপিএস হয়েছে শূন্য দশমিক ৪৭ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল শূন্য দশমিক ৪২ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য ৫ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৭ টাকায়।
মন্তব্য