-->
শিরোনাম
পুঁজিবাজার

ঈদের আগে শেষ দিনের লেনদেন, বেশিরভাগ শেয়ারের দরপতন

নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে শেষ দিনের লেনদেন, বেশিরভাগ শেয়ারের দরপতন
ডিএসই ও সিএসইর লোগো

পবিত্র ঈদুল ফিতরের আগে সর্বশেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে। কমতে দেখা যাচ্ছে বাজার মূলধন। পাশাপাশি কমেছে লেনদেন হওয়া সিংহভাগ শেয়ারের দর।

বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছিল ৫ হাজার ৯৪৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমছে ২২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে ইউনিক হোটেল, বিডি ওয়েল্ডিং, বসুন্ধরা পেপার, সিমটেক্স, অলটেক্স, এপেক্সফুট, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্রগ্রেসিভ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকমসহ কিছু কোম্পানি।

ডিএসইর মতো দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসর) সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন চলছে। তবে সিএসইতে বাড়তে দেখা গেছে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর। বেলা ১১টা পর্যন্ত সিএসইতে ১৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

মন্তব্য

Beta version