-->
শিরোনাম

পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ মে) পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে।

সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে।

একইসঙ্গে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমতে দেখা যাচ্ছে।

এদিন কমতে দেখা যাচ্ছে বাজার মূলধনও। তবে আগের দিনের মতো বিক্রয় চাপে লেনদেন রয়েছে সন্তোষজনক অবস্থায়।

বেলা সাড়ে ১১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৪০৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৮৯কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিকে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর বেড়েছে ১৪৬ টির, কমছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ারদর।

অন্যদিকে লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, হাক্কানি পাল্প, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, ইমাম বাটন, মেঘনা পিইটি,সোনারগাঁও টেক্সটাইল, বিডি ফাইন্যান্সসহ আরো কিছু কোম্পানি।

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখীধারায় লেনদেন চলছে। একই সঙ্গে এখানেও কমতে দেখা যাচ্ছে সিংহভাগ কোম্পানির শেয়ার দর। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এখানে ১২কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

মন্তব্য

Beta version