টানা আট কার্যদিবস পর সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হলেও এর একদিন পর চিত্র পাল্টে গেছে।
আজ মঙ্গলবার (২৪মে) নিম্নমুখী ধারায় ফিরে গেছে সূচক। তবে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর বাড়তে দেখা যাচ্ছে।
এদিন বাড়তে দেখা যাচ্ছে বাজার মূলধনও। তবে লেনদেন আগের চেয়ে কমে যেতে দেখা যাচ্ছে।
বেলা ১টায় এই প্রতিবেদন লেখা লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৪৪ পয়েন্টে।
লেনদেন হয়েছে ৪০২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিকে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর বেড়েছে ১৬১ টির ও কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির শেয়ারদর।
অন্যদিকে লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার, সিলভা ফার্মা, সিলকো ফার্মা, গোল্ডেন হার্ভেস্ট, ইউনাইটেড ইন্স্যুরেন্স,ফারইস্ট লেগেসি ফুটওয়ার, আরামিট সিমেন্ট , বসুন্ধরা পেপার, সেন্ট্রাল ফার্মাসহ আরো কিছু কোম্পানি।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন চলছে।
একই সঙ্গে এখানেও বাড়তে দেখা যাচ্ছে সিংহভাগ কোম্পানির শেয়ার দর। বেলা ১টা পর্যন্ত এখানে ১৬ কোটি ৩৭লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
মন্তব্য