আগের কার্যদিবস বড় উত্থান হলেও চলতি সপ্তাহের প্রথমদিন রোববার পুঁজিবাজারে পতন হয়েছে। এদিন পুঁজিবাজারের প্রধান প্রধান সূচকই কমেছে। সূচকের সঙ্গে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে।
বাজার পর্যালোচনা করলে দেখা যায়, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ২৬ পয়েন্ট বা শুন্য দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৬ দশমিক ৪৬ পয়েন্টে।
ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট বা শুন্য দশমিক ৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৭ দশমিক ১১ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বা শুন্য দশমিক শুন্য ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩২৯ দশমিক ৯৫ পয়েন্টে।
এদিকে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৫০ কোটি ৮৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার। ডিএসইতে ৩৮২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির বা ১৬ দশমিক ২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮২টির বা ৭৩ দশমিক ৮২ শতাংশের এবং ৩৮টির বা ৯ দশমিক ৯৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিলো।
কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯ দশমিক ৩০ টাকায়।
লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১ দশমিক ২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলার ৭ দশমিক ৫৭ শতাংশ, অলটেক্সের ৬ দশমিক ৪৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪ দশমিক ৮৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ দশমিক ৮৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩ দশমিক ১৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩ দশমিক ১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৩ দশমিক ৫ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২ দশমিক ৯৯ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩ দশমিক ২৫ পয়েন্ট বা শুন্য দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৪ দশমিক ৯৮ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিলো ৩৭টির দর। একইভাবে সিএসইতে ২৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা যায়।
এমআরএন/ইএস/
মন্তব্য