-->
শিরোনাম

পুঁজিবাজারে সূচকের সামান্য উন্নতি

অর্থনৈতিক প্রতিবেদক :
পুঁজিবাজারে সূচকের সামান্য উন্নতি

টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। এর মধ্যে দুই কার্যদিবসই ছিল বড় পতন। তিন কার্যদিবস পর সামান্য উত্থান হয়েছে বাজার। এদিন পুঁজিবাজারে প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। সূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। তবে আগের চেয়ে কমেছে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনা করলে দেখা যায় আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১৪ পয়েন্ট বা শুন্য দশমিক শুন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৭ দশমিক ৮০ পয়েন্টে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট বা শুন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮১ দশমিক ৪৭ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট বা শুন্য দশমিক শুন্য ৬ শতাংশ কমেছে।

এদিকে ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার।

যা আগের কার্যদিবস থেকে ৩১ কোটি ৫১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার। একইভাবে ডিএসইতে গতকাল ৩৮২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৩ টির বা ৫০ দশমিক ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

দর কমেছে ১২৩ টির বা ৩২ দশমিক ২০ শতাংশের এবং ৬৬ টির বা ১৭ দশমিক ২৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিলো। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৭০ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকায়।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৪০ টাকা বা ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ১ দশমিক ৯৮ শতাংশ, আরডি ফুডের ১ দশমিক ৯৮ শতাংশ, আইএলএফএসএলের ১ দশমিক ৯৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১ দশমিক ৯৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১ দশমিক ৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৩ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১ দশমিক ৯১ শতাংশ, সিলকো ফার্মার ১ দশমিক ৮৯ শতাংশ এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১ দশমিক ৪৭ পয়েন্ট বা শুন্য দশমিক শুন্য ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০২ দশমিক ৫২ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত ছিলো ৪৩ টির দর। একইভাবে আজ সিএসইতে ৩৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা গেছে।

মন্তব্য

Beta version